বিশাল দাস :
চাঁদপুরে করোনা সংক্রমন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর সংক্রমন রোধে প্রশাসন মানুষের মধ্যে সচেতনতার কার্যক্রম অব্যাহত রেখেছে। তাতেও যেন সংক্রমন রোধ হচ্ছে না। মানুষের অবাধ চলাফেরাই এই সংক্রমন বৃদ্ধি করছে। মানুষ যদি সচেতন না হয় তাহলে তাহলে চাঁদপুর জেলায় আরো ভয়াবহ রূপ ধারণ করতে পারে প্রাণঘাতি করোনা।
চাঁদপুর জেলায় আরো ১৯ জনের করোনা সনাক্তের রিপোর্ট পজেটিভ এসেছে। এ নিয়ে চাঁদপুর জেলায় ১১২০ জনের মধ্যে এই সংক্রমন ছড়িয়েছে। ভাইরাসটি জেলার ৬৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে।
৭ জুলাই সোমবার ৫৫টি নমুনা পরিক্ষার রিপোর্ট এসেছে। তার মধ্যে ১৯ জনের পজেটিভ এবং বাকী রিপোর্টগুলি নেগেটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ।
৭ জুলাই আক্রান্তদের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান: চাঁদপুর সদর ১০জন, মতলব (দঃ) ৪ জন, হাইমচর ৪ জন ও মতলব উত্তরে ১জন।
জেলায় মোট আক্রান্ত ১১২০ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান: চাঁদপুর সদর ৪৪৯ জন, হাজিগন্জ ১০৫ জন, মতলব (দঃ) ১২৯ জন, হাইমচর ৮৩ জন, শাহরাস্তি ১০৯ জন, মতলব উওর ৭৪ জন, ফরিদগন্জ ১২১ জন, কচুয়া ৫০ জন।
জেলায় মোট মৃত্যুবরণকারী ৬৫ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান: চাঁদপুর সদর ১৯ জন, হাজিগন্জ ১৬ জন, মতলব (দঃ) ৩ জন, হাইমচর ১ জন, শাহরাস্তি ৪ জন, মতলব উওর ৮ জন, ফরিদগন্জ ৯ জন, কচুয়া ৫ জন।