স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের সকল উপজেলায় ৭৪ টি কেন্দ্রে এসএসসি-সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার প্রথম দিনের পরীক্ষায় মোট ৬’শ ৪৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এরমধ্যে ৩৫ হাজার ৩’শ ২৬ জনের অংশগ্রহণের কথা থাকলেও উপস্থিতি ছিল ৩৪ হাজার ৬শ ৭৮ জন পরীক্ষার্থী।
চাঁদপুর জেলা প্রশাসকের শিক্ষা শাখার সূত্রে জানা যায়, সারাদেশের মতো চাঁদপুরেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, দাখিল ও ভোকেশনালে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গতকাল রোববার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ২৬ হাজার ৪১জন পরীক্ষার্থীর মাঝে ৩’শ ৫৮জন পরীক্ষায় অংশগ্রহণ থেকে বিরত থাকে। আর পরীক্ষায় অংশগ্রহণ করে ২৫ হাজার ৬’শ ৮৩ জন পরীক্ষার্থী।
ভোকেশনাল পরীক্ষায় ১ হাজার ৭’শ ২৮জন পরীক্ষার্থীর মাঝে ৩১জন পরীক্ষায় অংশগ্রহণ থেকে বিরত থাকে। আর পরীক্ষায় অংশগ্রহণ করে ১ হাজার ৬’শ ৯৭ জন পরীক্ষার্থী।
দাখিল পরীক্ষায় ৭ হাজার ৫’শ ৫৭জন পরীক্ষার্থীর মাঝে ২’শ ৫৯জন পরীক্ষায় অংশগ্রহণ থেকে বিরত থাকে। আর পরীক্ষায় অংশগ্রহণ করে ৭ হাজার ২’শ ৯৮ জন পরীক্ষার্থী। তবে জেলায় পরীক্ষা চলাকালে কোন বহিষ্কার হওয়ার খবর পাওয়া যায়নি।