বিশাল দাস:
চাঁদপুরে পুলিশ ও স্বাস্থ্যকর্মীসহ আরো ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার সিভিল সার্জন অফিসে মোট ১০টি রিপোর্ট আসে। এরমধ্যে ৯টি পজেটিভ এবং ১টি রিপোর্ট নেগেটিভ এসেছে। তাছাড়া মতলব আইসিডিডিআরবি হাসপাতালে আরো ৬ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে।
নতুন ৯জন আক্রান্তদের মধ্যে হাইমচরের পুলিশ কর্মকর্তা ১জন, ফরিদগঞ্জে ৩জন, মতলব উত্তরে ২জন, মতলব দক্ষিনে ২জন ও শাহরাস্তিতে ১জন। তবে মতলব উত্তরের শনাক্তকৃত ২জনের মধ্যে মৃত শামছুল হক (৬২)ও রয়েছেন।
এরমধ্যে মতলব আইসিডিডিআরবি’র আরো ৬ জনের করোনা আক্রান্তের রিপোর্ট পজেটিভ বলে জানা গেছে। তারা মতলব দক্ষিণে অবস্থান করায় জেলায় করোনা আক্রান্তের মধ্যে তাদের নামও অর্ন্তভুক্ত হয়েছে।
এ পর্যন্ত চাঁদপুরে করোনা আক্রান্ত হয়েছেন মোট ৪৭৮। আক্রান্তদের মধ্যে প্রাণ হারিয়েছেন ৩৯জন।
চাঁদপুর জেলায় বর্তমান করোনা আক্রান্তের উপজেলাভিত্তিক পরিসংখ্যান : চাঁদপুর সদরে ১৬২জন, ফরিদগঞ্জে ৫৭জন, হাজীগঞ্জে ৫৮জন, শাহরাস্তিতে ৬৩জন, মতলব দক্ষিণে ৫০জন, কচুয়ায় ২৮জন, হাইমচরে ৩১জন ও মতলব উত্তরে ২৭জন।
চাঁদপুরে করোনার ভয়াল থাবায় যারা প্রাণ হারিয়েছেন তাদের উপজেলাভিত্তিক পরিসংখ্যান :চাঁদপুর সদরে ১১জন, ফরিদগঞ্জে ৪জন, হাজীগঞ্জে ১২জন, শাহরাস্তিতে ৩জন, মতলব দক্ষিণে ১জন, কচুয়ায় ৪জন ও মতলব উত্তরে ৪জন। চাঁদপুরে আটটি উপজেলার মধ্যে ৭টি উপজেলার মানুষ এর ভয়াল থাবায় প্রাণ হারিয়েছেন। শুধুমাত্র হাইমচর উপজেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে কোন ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত হয় নাই।