এইচ.এম নিজাম
চাঁদপুরে পুলিশ ও আইনজীবীর অনাকাক্সিক্ষত ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের হয়েছে। ২৪ জানুয়ারি সোমবার দুপুরে চাঁদপুর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর আমলী আদালতে এডভোকেট আবদুল্লাহিল বাকী বাদী হয়ে সদর মডেল থানা পুলিশের এএসআই হিমন ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অপরদিকে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আইনজীবী অ্যাডভোকেট আবদুল্লাহিল বাকীর বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারি করেছেন বলে জানান মামলার বাদী আইনজীবী অ্যাডভোকেট আবদুল্লাহিল বাকী।
পুলিশের মামলার ঘটনায় চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ জানান, পুলিশের কাজে বাধা ও মারধরের ঘটনায় মডেল থানা পুলিশের এএসআই হিমন ইসলাম বাদী হয়ে আইনজীবী অ্যাডভোকেট আবদুল্লাহিল বাকী বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় আমরা দ্রæত তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।