নজরুল ইসলাম আতিক:
করোনার ভয়াল থাবা পড়েছে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ে। শনিবার প্রাপ্ত রিপোর্টে মোট শনাক্ত ৪০ জনের মধ্যে ১৭ জন পুলিশ সদস্যের করোনা রিপোর্ট পজিটিভ আসে।
শনিবার দুপুর পর্যন্ত প্রাপ্ত রিপোর্ট অনুসারে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও করোনা ফোকাল পার্সন ডাক্তার সুজাউদ্দৌলা রুবেল। তিনি জানান, পুলিশ সুপার কার্যালয়ে ১৪ জন এবং পুলিশ লাইনে অবস্থানরত ৩ জনসহ জেলা পুলিশের ১৭ সদস্যের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এছাড়া সকালে থেকে এ পর্যন্ত ৮৮ জনের রিপোর্ট হাতে এসেছে। যার মধ্যে ৪৭ জন পুলিশ সদস্যের নমুনার রিপোর্ট এসেছে।
একদিনে ১৭ জন পুলিশ সদস্যের একসাথে আক্রান্ত হওয়াকে উদ্বেগজনক বলে মনে করেন সচেতন মহল।
চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ জানান, করোনা রোগ বিস্তারের সার্বক্ষণিক মাঠে পরিশ্রম করছে পুলিশ সদস্যরা। ইতিমধ্যে কয়েকজন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তবে এ নিয়ে অন্যান্য পুলিশ সদস্যরা আতঙ্কিত নয়। পুলিশ সদস্যদের নির্দেশ দেওয়া আছে স্বাস্থ্যবিধি মেনে দায়িত্ব পালন করার জন্য কিন্তু অনেক সময় অপরাধীদের সংস্পর্শে তাদের যেতে হয়।
সাধারণ জনগনেরকে উদ্দেশ্য করে এই মুহূর্তে খুব বেশি প্রয়োজনীয় কাজ ছাড়া পুলিশ সুপার কার্যালয়ে না আসার জন্য সকলকে আহ্বান জানান তিনি।
এদিকে চাঁদপুরে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৪০ জন। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬০৮ জনে। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৪৮৯৫ জন। এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেছে ১২৭ জন। বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডাঃ মোঃ শাখাওয়াত উল্লাহ।
শনিবার (৩ জুলাই ) মোট ১০৮ টি নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। এদের মধ্যে ৪০ জনের রিপোর্ট পজেটিভ এবং বাকী রিপোর্ট নেগেটিভ আসে। নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় ২৩জন , হাজীগঞ্জে ৯জন, মতলব দক্ষিণ ১ জন, কচুয়ায় ৩ জন, ফরিদগঞ্জে ২ জন ও মতলব উত্তর উপজেলায় ২জন।
জেলায় এখন পর্যন্ত রিপোর্ট এসেছে ৩২হাজার ৫শ ৮২ টি। যার মধ্যে পজেটিভ এসেছে ৫ হাজার ৫শ ৮৯ টি । এবং নেগেটিভ এসেছে ২৬ হাজার ৯শ ৯৩ টি রিপোর্ট।
জেলায় মোট ৫ হাজার ৬শ ৮ জন আক্রান্তের মধ্যে চাঁদপুর সদরে ২৬৪৭, ফরিদগঞ্জে ৬২৫, মতলব দক্ষিণে ৪৯৯, শাহরাস্তিতে ৪৯৬, হাজীগঞ্জে ৫৬৩, হাইমচরে ২৭৫, মতলব উত্তর ৩১৫ ও কচুয়ায় ১৮৮ জন ।
জেলায় মৃত্যুবরণকারী মোট ১২৭জনের মধ্যে চাঁদপুর সদরে ৪৯, ফরিদগঞ্জে ২১, মতলব দক্ষিণে ৬, শাহরাস্তিতে ৯, হাজীগঞ্জে ২১, হাইমচরে ৩, মতলব উত্তরে ১১ ও কচুয়ায় ৭ জন।
করোনার সংক্রমণ বিষয়ে ডাক্তার মোঃ সাখাওয়াত উল্লাহ বলেন, করোনা সংক্রমণ রোধ একমাত্র মানুষ সচেতন হলেই সম্ভব। যতদিন মানুষ সচেতন না হবে ততদিন আক্রান্তের হার কমবে না।