স্টাফ রিপোর্টার:
সারাদেশের সাথে একযোগে চাঁদপুরেও আগামীকাল রোববার শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, দাখিল ও এসএসসি ভোকেশনাল সমমানের এ পরীক্ষা। এবছর জেলার মোট ৭৪টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩৬ হাজার ৫২৩ জন। ইতোমধ্যে সুষ্ঠ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা থেকে প্রাপ্ত তথ্য মতে, চাঁদপুরের ৮ উপজেলায় ৭৪ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩৬ হাজার ৫শ ২৩ জন। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ২৭ হাজার ৯ জন ও কেন্দ্র ৪৫টি এবং দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ৭ শ ৩৪ জন এবং কেন্দ্র ১৯টি ও এসএসসি ভোকেশনাল ১০টি কেন্দ্রে ১ হাজার ৭ শ ৭১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
পরীক্ষা নকলমুক্ত করতে ইতোমধ্যে শিক্ষামন্ত্রণালয় থেকে বেশ কয়েকটি নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে। যার মধ্যে রয়েছে: কেন্দ্র সচিব ব্যতীত কোনো কক্ষ পর্যবেক্ষক মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। এ ক্ষেত্রে কেন্দ্র সচিবের সাথে যোগাযোগ করে সিদ্ধান্ত নিতে হবে, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিতকরণ, পরীক্ষার্থীদের আসন বিন্যাস, বিষয়ভিত্তিক শিক্ষক সংশ্লিষ্ট বিষয়ের দিন পর্যবেক্ষণ থেকে বিরত রাখা ইত্যাদি।
চাঁদপুরে এসএসসি-সমমানের পরীক্ষার প্রস্তুতিমূলক সভায় গত ১২ এপ্রিল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, পরীক্ষা কেন্দ্রে অযাচিত লোকের প্রবেশ নিষিদ্ধ। স্কুল সভাপতির এ সময় কোনোই কাজ নেই। তাই কেন্দ্রে যাওয়ার প্রয়োজনও নেই। পর্যবেক্ষকদের দায়িত্ব পালনে গাফলতি দেখা গেলে ব্যবস্থা নেয়া হবে। তাই শিক্ষকদেরকে মর্যাদা রক্ষায় অটুট থাকতে হবে। পবিত্র দায়িত্ব সাহসের সহিত পালন করতে হবে। পরীক্ষার হলে সকল ধরনের অসাধু উপায় বর্জনের জন্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি রয়েছে। শিক্ষার্থীদের পাশাপাশি যদি কোনো শিক্ষক অসাধু উপায় অবলম্বন করে এবং তা প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়।
সারাদেশের ন্যায় চাঁদপুরও এক-অভিন্ন সময় ও নিয়ম নীতিতে সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হবে। সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে সরকারি দিকনিদের্শনার নীতিমালা অনুসরণ বা মেনে চলতে হবে।