মোহাম্মদ ইকবাল হোসেন :
প্রধানমন্ত্রীর একটি অনন্য উদ্যোগ হিসেবে উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” কর্মসূচির আওতায় চাঁদপুর সদর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বসতঘর বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার ১৪ ডিসেম্বর বরাদ্দকৃত ৫টি বসতঘর নির্মাণ কাজ উদ্বোধন করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা কানিজ ফাতেমা।
বসত ঘর নির্মাণ কার্যক্রমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি কর্নরাজ ত্রিপুরা। সাধারণ সম্পাদক খোকন ত্রিপুরা। এবং ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থা ও সংগঠনের অন্যান্য নেত্রীবৃন্দ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক সুকান্ত ত্রিপুরা। সহকারি চিকিৎসক মোঃ জাবেদ। অফিস সহায়ক পলাশ ত্রিপুরা। সমন্বয়কারী ও প্রশিক্ষক মোঃ তানভীর হোসেন। বালিয়া কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের অমিত ত্রিপুরা প্রমুখ।
কর্মসূচির আওতায় বসতঘর বরাদ্দ পেয়েছেন ০৯নং বালিয়া ইউনিয়নের শোভা রানী ত্রিপুরা,তপন ত্রিপুরা। ১০নং মডেল লক্ষীপুর ইউনিয়নের পরান ত্রিপুরা। পৌরসভাধীন আশিকাটি এলাকার (১৪ নং ওয়ার্ড) সখি ত্রিপুরা। এবং ১২নং চান্দ্রা ইউনিয়নের মাধব ত্রিপুরা।