এম.এ লতিফ
চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটে ৫২ শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তাদেরকে একটি হলে পৃথকভাবে আইসোলেশনে রাখা হয়েছে। গতকাল বুধবার বিকেলে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চাঁদপুরে গত কয়েকদিন ধরে ফের বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রতিদিন এই সংখ্যা দ্বিগুণ হারে বাড়ছে। তবে তুলনামূলক হারে চাঁদপুর সদর উপজেলাতেই আক্রান্তের সংখ্যা বেশি দেখা যাচ্ছে।
এদিকে ৫২ শিক্ষার্থী করোনায় আক্রান্ত হওয়ায় নার্সিং ইনস্টিটিউটের সকল ক্লাস বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্টরা। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে বলে জানা গেছে।
চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের প্রধান (ইন্সট্রাক্টর) সেলিনা আক্তার বলেন, গত তিন দিন যাবত ৫২ জন আক্রান্ত হয়েছে। যার মধ্যে রোববার ৬ জন, সোমবার ১১ জন এবং মঙ্গলবার ৩৫ জন আক্রান্ত হয়। ইতোমধ্যে আক্রান্তদেরকে আমরা আলাদাভাবে আইসোলেশনে রেখেছি। তাদেরকে বাড়ি যেতে নিষেধ করা হয়েছে এবং নজরদারিতে রাখা হয়েছে। তবে আজকের রিপোর্ট এখনো পাইনি। রাতে রিপোর্ট আসলে টোটাল সংখ্যা কত তা নিশ্চিত করে বলা যাবে।
চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহাদাৎ হোসাইন বলেন, চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটে অধ্যায়নরত ১৯০ শিক্ষার্থীর মধ্যে ৫২ জন শিক্ষার্থী করোনা পজিটিভ। এ কারণে নার্সিং ইনস্টিটিউটের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে এ পর্যন্ত চাঁদপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৪০৫ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ২৪১জন। বিপরীতে এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৪ হাজার ৯৮২ জন।