স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে নতুন করে ৫২জনের করোনা পজেটিভ এসেছে। আজ সোমবার মোট ৯১জনের রিপোর্ট এসেছে। এনিয়ে মোট ৪৬৪জন কারোনা আক্রান্ত হলো। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩৮জন। মৃতদের মধ্যে মৃত হাজীগঞ্জ তিনজন ও মতলব উত্তর একজন।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ শাখাওয়াত উল্ল্যাহ।
নতুন আক্রান্তদের মধ্যে, সদর ৫, হাইমচর ৮, হাজীগঞ্জ ৯ , শাহরাস্তি ১৫, ফরিদগঞ্জ ৫, মতলব দক্ষিণ ৪ এবং মতলব উত্তর ৬।
আর মৃতরা হলেন, মতলব উত্তরের জামান (১২), হাজীগঞ্জের আঃ মমিন (৫৮), আঃ লতিফ (৭৫) ও আবুল বাসার (৬৫)।