বিল্লাল ঢালী :
চাঁদপুরে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১৮জন। এ নিয়ে মোট আক্রান্ত হলো ৯৪ জন। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ শাখাওয়াত উল্লাহ।
পূর্বের তথ্ত্রয অনুযায়ী চাঁদপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪জন। এরমধ্যে মোট মৃত ৮জন, সুস্থ হয়েছেন ২১জন। বাকী ৭২জন চিকিৎসাধীন। চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৯৪জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো চাঁদপুর সদরে ৫১, ফরিদগঞ্জে ৫, মতলব উত্তরে ৬, হাজীগঞ্জে ৫, মতলব দক্ষিণ ৬জন, কচুয়ায় ৪, হাইমচরে ২ ও শাহরান্তিতে ৬জন।
সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ রোববার দুপুরে এক প্রেস নোটে জানান, চাঁদপুরে এ যাবৎ ১২২০টি নমুনার মধ্যে রিপোর্ট ১০৫৭টি। এর মধ্যে আক্রান্ত হয়েছে ৯৪জন।