বিল্লাল ঢালী:
চাঁদপুরে নতুন ১৪জনসহ করোনা আক্রান্ত হয়েছে সর্বমোট ১১১জন। এরমধ্যে চাঁদপুর সদর ৮ (৭ জন শহর মৃত একজনসহ, লক্ষ্মীপুর ১), ফরিদগঞ্জ ৩, কচুয়া ২ মৃত এবং শাহরাস্তি ১। বিষয়টি নিশ্চিত করেছন চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ শাখাওয়াত উল্ল্যাহ।
তিনি আরো বলেন, আজ শুক্রবার রিপোর্ট এসেছে ৪৫টি। এরমধ্যে পজিটিভ ১৪। আর করোনা উপসর্গ
নিয়ে মৃত্যু হয়েছে আরো তিনজনের। সর্বমোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১০জনে।