স্টাফ রিপোর্টার
মঙ্গলবার চাঁদপুরে সিভিল সার্জন কার্যালয়ে ১০ জনের রিপোর্ট এসেছে। রির্পোটের সবগুলো নেগেটিভ এসেছে। অর্থাৎ করোনায় আক্রান্ত নন।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, চাঁদপুর জেলায় এ পর্যন্ত ৩০৬ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ২৫৩ জনের। এই ২৫৩ জনের মধ্যে ১৪ জনের পজিটিভ অর্থাৎ করোনা রোগী হিসেবে শনাক্ত হয়েছেন। এই ১৪ জনের মধ্যে ২জন চিকিৎসা গ্রহণ করার আগেই মারা গেছেন। অর্থাৎ এরা রোগ লুকিয়ে রেখেছিল। অন্যদের মধ্যে ৬/৭ জন পূর্ণাঙ্গ সুস্থ হয়েছেন। অন্যরাও ভালো আছেন।
তাই এই ভাইরাসটাকে কেউ আতঙ্ক, অসম্মান বা ভীতি হিসেবে দেখবেন না। আর কেউ এ ভাইরাসে আক্রান্ত হলে তার প্রতি অবহেলা, অবজ্ঞা করবেন না। বরং লক্ষণ দেখা দেয়ার সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিন। সময় মতো চিকিৎসা নেয়া এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এ ভাইরাস থেকে মুক্ত থাকা যায় এবং আল্লাহর রহমতে নিরাময় হয়।