স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে নতুন তিনজনসহ করোনায় আক্রান্ত হয়েছে ২২জন। আজ সর্বমোট ৭টির রিপোর্ট এসেছে যার তিনটিই পজেটিভ। আর বাকী চারটি নেগেটিভ। এ হিসেবে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২২জন। বিষয়টি নিশ্চিত করেছে চাঁদপুরের সিভিল সার্জন।
চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ শাখাওয়াত উল্লাহ আরো জানান, আজ মোট ৭জনের রিপোর্ট এসেছে। এরমধ্যে তিনটি পজেটিভ। আর চারটি নেগেটিব। নতুন আক্রান্তদের মধ্যে শহরতলী তরপুরচন্ডী এলাকার একটি মেয়ে, নতুন বাজারের যুবক ও পুরান বাজারের অপর এক যুবক।
সিভিল সার্জনের সূত্র মতে এ নিয়ে চাঁদপুরে মোট ৪৭৮ জনের নমুন সংগ্রহ করা হয়েছে। ৪২১ জনের রিপোর্ট নেগেটিভ এবং ২২ জনের রিপোর্ট পজেটিভ আসে। এরমধ্যে ৩জন করোনায় মৃত্যুবরন করেছে। ১০জন সুস্থ্য হয়েছেন এবং বাকী ৯জন চিকিৎসাধীন আছেন।