বিল্লাল ঢালী:
চাঁদপুরে নতুন করে আরো ২৮জন করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে চাঁদপুরে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেলো ১৪৮৯ জনে। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৭১জন।
২০জুলাই সোমবার মোট ৬৩টি রিপোর্ট এসেছে। এরমধ্যে ২৮জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে এবং বাকী রিপোর্টগুলি নেগেটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ মোঃ শাখাওয়াত উল্লাহ।
২০জুলাই চাঁদপুর জেলায় ২৮ জন আক্রান্তদের উপজেলাভিত্তিক পরিসংখ্যান :চাঁদপুর সদরে ১, হাইমচরে ২, মতলব দক্ষিনে ৩,মতলব উত্তর ৪, হাজিগঞ্জে ৭,ফরিদগঞ্জে ১, কচুয়া ৪ ও শাহারাস্তি ৬জন।
জেলায় মোট আক্রান্ত ১৪৮৯ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান: চাঁদপুর সদর ৫৫২ জন, হাজিগঞ্জে ১৪৮ জন, মতলব (দঃ) ১৬৯ জন, হাইমচর ১১৪ জন, শাহরাস্তিতে ১৫৫ জন, মতলব উওর ১০৯ জন, ফরিদগঞ্জে ১৭৪ জন, কচুয়া ৬৮ জন।
জেলায় মোট মৃত্যুবরণকারী ৭১ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান: চাঁদপুর সদর ২০ জন, হাজিগঞ্জে ১৭ জন, মতলব দক্ষিণে ৩ জন, হাইমচর ১ জন, শাহরাস্তি ৬ জন, মতলব উওর ৯ জন, ফরিদগঞ্জে ৯ জন, কচুয়া ৬ জন।