বিশাল দাস :
চাঁদপুরে নতুন করে আরো ১৬জন করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে চাঁদপুরে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেলো ১৩৮২ জনে। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৬৬জন।
১৬জুলাই বৃহস্পতিবার মোট ৩৭টি রিপোর্ট এসেছে। এরমধ্যে ১৬জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে এবং বাকী রিপোর্টগুলি নেগেটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ মোঃ শাখাওয়াত উল্লাহ।
১৬জুলাই চাঁদপুর সদরে ১৬জন আক্রান্তদের উপজেলাভিত্তিক পরিসংখ্যান : হাইমচরে ৬, কচুয়ায় ৫, মতলব উত্তরে ৩, চাঁদপুর সদরে ১ ও মতলব দক্ষিণে ১জন।
জেলায় মোট আক্রান্ত ১২৯৯ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান: চাঁদপুর সদর ৫২৩ জন, হাজিগঞ্জে ১৩৪ জন, মতলব (দঃ) ১৫৯ জন, হাইমচর ১০৬ জন, শাহরাস্তিতে ১৪১ জন, মতলব উওর ৯৪ জন, ফরিদগঞ্জে ১৬৬ জন, কচুয়া ৫৯ জন।
জেলায় মোট মৃত্যুবরণকারী ৬৬ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান: চাঁদপুর সদর ১৯ জন, হাজিগঞ্জে ১৬ জন, মতলব দক্ষিণে ৩ জন, হাইমচর ১ জন, শাহরাস্তি ৫ জন, মতলব উওর ৮ জন, ফরিদগঞ্জে ৯ জন, কচুয়া ৫ জন।