বিশাল দাস :
চাঁদপুরে নতুন করে আরো ৭ জন করোনা সনাক্ত হয়েছেন। এ নিয়ে চাঁদপুরে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১৫৭৭জনে। এতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৭১জন।
২৩জুলাই বৃহস্পতিবার মোট ১৮টি নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। এদের মধ্যে ৭জনের রিপোর্ট পজেটিভ এবং বাকী রিপোর্ট নেগেটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ মোঃ শাখাওয়াত উল্লাহ।
২৩জুলাই আক্রান্তদের উপজেলাভিত্তিক পরিসংখ্যান : চাঁদপুর সদরে ৩জন, মতলব উত্তরে ১, মতলব দক্ষিণে ২ ও কচুয়ায় ১জন।
জেলায় মোট ১৫৭৭জন আক্রান্তের উপজেলাভিত্তিক পরিসংখ্যান : চাঁদপুর সদরে ৫৯৬, ফরিদগঞ্জে ১৭৭, মতলব দক্ষিণে ১৭৩, শাহরাস্তিতে ১৬১, হাজীগঞ্জে ১৫৩, হাইমচরে ১১৬, মতলব উত্তরে ১৩১, কচুয়ায় ৭০।
জেলায় মৃত্যুবরণকারী মোট ৭১জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান : চাঁদপুর সদরে ২০, ফরিদগঞ্জে ৯, মতলব দক্ষিণে ৩, শাহরাস্তিতে ৬, হাজীগঞ্জে ১৭, হাইমচরে ১, মতলব উত্তরে ৯, কচুয়ায় ৬।