বিশাল দাস :
চাঁদপুরে নতুন করে আরো ৩৮ জন করোনা সনাক্ত হয়েছেন। এ নিয়ে চাঁদপুরে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১৬৩২জনে। এতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৭১জন।
২৫জুলাই শনিবার মোট ৭০টি নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। এদের মধ্যে ৩৮জনের রিপোর্ট পজেটিভ এবং বাকী রিপোর্ট নেগেটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ মোঃ শাখাওয়াত উল্লাহ।
২৫জুলাই আক্রান্তদের উপজেলাভিত্তিক পরিসংখ্যান : চাঁদপুর সদরে ১৭জন, মতলব দক্ষিণে ৯জন, হাইমচরে ৭জন, ফরিদগঞ্জে ২জন, কচুয়ায় ২জন ও হাজীগঞ্জে ১জন।
জেলায় মোট ১৬৩২জন আক্রান্তের উপজেলাভিত্তিক পরিসংখ্যান : চাঁদপুর সদরে ৬২৩, ফরিদগঞ্জে ১৮৫, মতলব দক্ষিণে ১৮২, শাহরাস্তিতে ১৬১, হাজীগঞ্জে ১৫৪, হাইমচরে ১২৪, মতলব উত্তরে ১৩১, কচুয়ায় ৭২।
জেলায় মৃত্যুবরণকারী মোট ৭১জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান : চাঁদপুর সদরে ২০, ফরিদগঞ্জে ৯, মতলব দক্ষিণে ৩, শাহরাস্তিতে ৬, হাজীগঞ্জে ১৭, হাইমচরে ১, মতলব উত্তরে ৯, কচুয়ায় ৬।