বিশাল দাস :
চাঁদপুরে নতুন করে আরো ১৮ জন করোনা সনাক্ত হয়েছেন। এ নিয়ে চাঁদপুরে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১৫৩৭জনে। এতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৭১জন।
২২জুলাই বুধবার মোট ২৮টি নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। এদের মধ্যে ১৮জনের রিপোর্ট পজেটিভ এবং বাকী ১০টি রিপোর্ট নেগেটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ মোঃ শাখাওয়াত উল্লাহ।
২২জুলাই আক্রান্তদের উপজেলাভিত্তিক পরিসংখ্যান : মতলব উত্তরে ১৪, মতলব দক্ষিণে ২ ও হাইমচরে ২জন।
জেলায় মোট ১৫৩৭জন আক্রান্তের উপজেলাভিত্তিক পরিসংখ্যান : চাঁদপুর সদরে ৫৭৪, ফরিদগঞ্জে ১৭৫, মতলব দক্ষিণে ১৭১, শাহরাস্তিতে ১৫৭, হাজীগঞ্জে ১৫১, হাইমচরে ১১৬, মতলব উত্তরে ১২৪, কচুয়ায় ৬৯।
জেলায় মৃত্যুবরণকারী মোট ৭১জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান : চাঁদপুর সদরে ২০, ফরিদগঞ্জে ৯, মতলব দক্ষিণে ৩, শাহরাস্তিতে ৬, হাজীগঞ্জে ১৭, হাইমচরে ১, মতলব উত্তরে ৯, কচুয়ায় ৬।