স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ চার সাংবাদিকের বিরুদ্ধে একশ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দিয়েছে। রোববার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়। চাঁদপুরের কচুয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ হেলাল উদ্দিন বাদী হয়ে দ- বিধি ৫০০/৫০১/৫০২ ও ৩৪ ধারায় মামলাটি করেন।
মামলার অন্য আসামীরা হলেন, রিপোর্টার শরীফুজ্জামান, মাসুদ রানা ও ইফতেখার মাহমুদ।
মামলার এজাহারে জানা যায়, আসামীগণ পরষ্পর যোগসাজোসে পরিকল্পিতভাবে ড. মহীউদ্দীন খান আলমগীর-এর মান সম্মানের প্রতি হিংসা বিদ্বেষ প্রসূত হয়ে স্থানীয় ও সমগ্র দেশে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার অসৎ উদ্দেশ্যে গত ৩০জুলাই ও ৪ সেপ্টম্বর দৈনিক প্রথম আলো প্রত্রিকার প্রথম ও দ্বিতীয় পৃষ্টার ২ ও ৩নং কলামে একটি ‘অনুমোদনহীন হাসপাতাল ও অন্যের ঋণের টাকায় কেনা মহীউদ্দীনের হাসপাতাল’ শিরোনামে মিথ্যা ভুয়া, কাল্পনিক, অবাস্তব এবং তথ্যবিহীন মানহানীকর সংবাদ প্রকাশ ও প্রচার করেছেন। অথচ সংবাদে উল্লেখিত সিটি মেডিকেল কলেজে ড. মহীউদ্দীন খান আলমগীর-এর কোনো শেয়ার নেই। এমনকি তিনি এ প্রতিষ্ঠানটিকে বিভিন্ন সময়ে অবৈতনিক পরার্মশ প্রদান করেন।
এজহারে আরো উল্লেখ করা হয়, আসামীরা এ মিথ্যা মানহানীকর সংবাদ প্রকাশ করে সকলের চোখে ড. মহীউদ্দীন খান আলমগীর-এর মান সম্মান ভিষণভাবে ক্ষুণœ করে। এতে তাঁর একশ কোটি টাকার মান সম্মানের ক্ষতিসাধন করে। যাহা কোনো ভাবেই পূরণীয় নয়।
এ বিষয়ে মামলার বাদী এ্যাডভোকেট মোঃ হেলাল উদ্দীন জানান, চাঁদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ কামাল হোসাইন মামলাটি আমলে নিয়ে অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আমি আশা করি সঠিক তদন্তের আসল ঘটনা উন্মোচিত এবং সঠিক বিচার হবে।