নজরুল ইসলাম আতিক
চাঁদপুর সদরের দুটি মিনি পার্কে অবৈধভাবে প্রদর্শনীর জন্য রাখা বন্য প্রাণী উদ্ধার করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট (ডাব্লিউসিসিইউ)। পার্ক দুটি চাঁদপুর সদর উপজেলায় অবস্থিত। যার মধ্যে একটি হলো সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের ফাইভ স্টার শিশু পার্ক। অপরটি শাহমাহমুদপুর ইউনিয়নের কৃতিকুঞ্জ পার্ক।
অভিযানে দু’টি অজগর সাপ, পাঁচটি বানর ও একটি শকুন উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক।
গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বন্যপ্রাণীর অপরাধ দমন ইউনিয়ন (ডাব্লিউসিসিইউ) পরিচালক এ এস এম জাহির উদ্দিন অকনের নির্দেশনায় পরিদর্শক অসিম মল্লিক ও আব্দুল্লাহ আস সাদিকের নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম এ অভিযান পরিচালনা করেন। অভিযানে চাঁদপুর বন বিভাগের সদর উপজেলা বন কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন কাজীসহ অন্যরা সহযোগিতা করেন। পরে বিকেল সাড়ে পাঁচটায় উদ্ধার অভিযান শেষ হয়।
অভিযানে ফাইভ স্টার পার্ক থেকে একটি অজগর, তিনটি বানর এবং কৃতিকুঞ্জ তিয়া পার্ক থেকে একটি অজগর, একটি শকুন ও দুটি বানর উদ্ধার করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দানকারী কর্মকর্তা অসিম মল্লিক জানান, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বন ভবন আগারগাঁও ঢাকা কর্তৃক দুটি অজগর যার আনুমানিক ওজন প্রায় ২শ কেজি, ১টি শকুন, ৫টি বানর পার্ক থেকে উদ্ধার করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন সদর উপজেলা বন কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন কাজী।
জেলা বনবিভাগ কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম জানান, বিভিন্ন সময় স্থানীয় পত্রিকায় অবৈধভাবে প্রদর্শনীর জন্য রাখা এসব বন্যপ্রাণী নিয়ে সংবাদ প্রকাশিত হয়। তারই প্রেক্ষিতে বিষয়টি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি। পরে ঢাকা থেকে টিম এসে এ অভিযান পরিচালনা করে।
সদর উপজেলা বনবিভাগ কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন জানান, উদ্ধারকৃত এসব প্রাণীগুলো গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে রাখা হবে। এছাড়াও দু’টি পার্ক মালিককে এভাবে অনুমতি ছাড়া বন্যপ্রাণী না রাখার জন্য সতর্ক করে দেয়া হয়েছে।
এর আগে গত ৩ এপ্রিল ফাইভ স্টার শিশু পার্কে অজগর ও বানর অযত্নে রাখা এবং বন্যপ্রাণী সংরক্ষণে কোনো ধরনের লাইসেন্স না থাকায় মালিক পক্ষকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করেন সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা সানজিদা শাহনাজ।