বিল্লাল ঢালী:
করোনা ভাইরাস (কোভিড-১৯) রোধকল্পে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে, গত তিন মাসে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর তফসিলভূক্ত আইন অনুযায়ী, চাঁদপুর জেলায় সর্বমোট ২০৫৭ টি মামলায় ২০৫৭ জনকে ৩২ লাখ ৩৭হাজার ৪০ টাকা জরিমানা করে আদায় করা হয়। বিষয়টি নিশ্চিত করেন জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়,জুডিসিয়াল মুন্সিখানা শাখার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোরশেদুল ইসলাম।
তিনি জানান,১৯/০৩/২০২০ হতে ১৯/০৬/২০২০ পর্যন্ত জেলায় সকল উপজেলার ইউএনও, এসি (ল্যান্ড) এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট অভিযান পরিচালনার মাধ্যমে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে অযথা বাসা থেকে বের হওয়া, গণজমায়েত করা, নিরাপদ দূরত্ব বজায় না রাখার অপরাধে ১৯৩৬টি মামলায় ১৯৩৬ জন ব্যক্তিকে মোট ২২৩০২৪০ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বাজার মনিটরিং কার্যক্রমে ১২১টি মামলায় ১২১ জনকে ১০০৬৮০০ টাকা জরিমানা করা হয়। সর্বমোট ২০৫৭ টি মামলায় ২০৫৭ জনকে ৩২৩৭০৪০ টাকা জরিমানা করে আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে পুলিশ, সেনাবাহিনী, আনসার, জেলা প্রশাসনের কর্মচারীবৃন্দ,স্বেচ্ছাসেবীবৃন্দ সহায়তা করেন। করোনা ভাইরাস ( কোভিড-১৯) সংক্রমণরোধের লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে।