চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন রাখা ও বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় ১২ কেজি পলিথিন জব্দ করা হয়। বুধবার বিকেলে চাঁদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান ও ইমরান মাহমুদ ডালিম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
দন্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে, বাবুরহাট বাজারের মেসার্স মিন্টু স্টোর, মেসার্স বিসমিল্লাহ স্টোর এবং মেসার্স আল সুইটস।
চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এ এইচ এম রাসেদ জানান, শহরতলী বাবুরহাট বাজারে অভিযান চালিয়ে মেসার্স মিন্টু স্টোরের স্বত্বাধিকারী সুজনকে এক হাজার টাকা জরিমান আদায় করা হয়। এছাড়া তার দোকান থেকে ১০ কেজি পলিথিন উদ্ধার করা হয়। বিসমিল্লাহ স্টোরের মালিক ইসমাইল হোসেনের কাছ থেকে ১হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং তার দোকান থেকে ২শ গ্রাম পলিথিন শপিং ব্যাগ উদ্ধার করা হয়। এছাড়া আল সুইটস এর মালিক খোলশেদ আলমের দোকান থেকে দুই কেজি পলিথিন উদ্ধার করা হয়। তাকেও পাঁচশ টাকা অর্থদন্ড দেয়া হয়। সর্বমোট ২হাজার ৫শ টাকা তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে আদায় করা হয়।
জব্দকৃত পলিথিন শপিং ব্যাগ বিধিসম্মতভাবে ডিসপোজালের জন্য পরিবেশ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ এইচ এম রাসেদ।