নজরুল ইসলাম আতিক:
চাঁদপুরে করোনার থাবা প্রবাহিত থাকা অবস্থাতেই সনাক্ত হলো ডেঙ্গু রোগী। আক্রান্ত রাকিব(১৮) নামে এক তরুণকে ভর্তি করার পর শনিবার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্ববধায়ক ডাঃ মোঃ হাবিব উল করিম। হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, ১৩ আগস্ট সন্ধ্যার দিকে কচুয়া উপজেলার রঘুনাথপুর বড়ুই গাও গ্রামের শফিউল্লার ছেলে রাকিবকে (১৮) গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি দেয়া হয়। তার রক্ত পরিক্ষা করালে ডেঙ্গু শনাক্ত হয়। সে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ৪র্থ তলায় চিকিৎসাধীন ছিল। ১৪ আগস্ট শনিবার সকালে চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকায় নিয়ে যায় স্বজনরা।
এ বিষয়ে চাঁদপুর চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্ববধায়ক ডাঃ মোঃ হাবিব উল করিম বলেন, রাকিব হোসেন ঢাকা থেকেই ডেঙ্গু আক্রান্ত হয়ে চাঁদপুর এসেছে। তাকে চিকিতৎসার জন্যে ভর্তি দেয়া হয়েছে। তবে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, তিনি শারীরিকভাবে ভালো আছেন।