বিল্লাল ঢালী:

শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা: দীপু মনি এমপিসহ চাঁদপুর জেলার বিভিন্ন সম্মানিত ব্যক্তিত্ব, চাঁদপুর জেলার সম্মানিত রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নামে ফেসবুকে অপপ্রচার ও বিভ্রান্তি মূলক পোস্ট করার অভিযোগে চাঁদপুরের ৩ জন কলেজ ও মাদ্রাসার শিক্ষককে আটক করেছে পুলিশ।
১৯ জুলাই রোববার রাত ১০টায় চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ ডিগ্রি কলেজ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
সোমবার দুপুরে চাঁদপুর সদর মডেল থানায় প্রেস ব্রিফিংয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে ফেসবুকে বিভিন্ন নামে আইডি খুলে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি ও সরকারবিরোধী বিভিন্ন অপপ্রচার করে আসছে। এরা সবাই ফরক্কাবাদ ডিগ্রি কলেজের আইসিটি বিভাগের শিক্ষক। আটককৃতদের বিষয়ে আরো বিস্তারিত জানতে আসামিদের বিরুদ্ধে রিমান্ড চাওয়া হবে। তাদের সাথে আরো যারা আছেন, তাদের বিষয়েও তদন্ত চলছে।
তিনি সাংবাদিকদের আরো জানান, গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে পূর্বেও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রয়েছে। পুলিশ এই সূত্র ধরেই সামনে এগিয়ে যায়। এর মাধ্যমে তাদেরকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি ল্যাপটপ ও তিনটি স্মার্ট ফোন জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- ফরক্কাবাদ কলেজের তথ্য-প্রযুক্তিবিষয়ক শিক্ষক নোমান সিদ্দিকি(৩৫), একই কলেজের ইসলামী ইতিহাসের শিক্ষক জাহাঙ্গীর আলম(৪০), এবং পাশের ফরক্কাবাদ মাদ্রাসার শিক্ষক আনিসুর রহমান শরীফ(৪০)। ডিজিটাল নিরাপত্তা আইনে তাদেরকে গ্রেপ্তার করা হয়।