স্টাফ রিপোর্টার
চাঁদপুরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রুবেল (২৮) নিহত হয়েছেন। এসময় অপর আরোহী রাজন খান গুরুতর আহত হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টায় চাঁদপুর-লাকসাম রেলপথের চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডের মুন্সিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত শেখ মেহেদী হাসান রুবেল গ্রাম এনায়েত নগর, শেখের হাট বাজার এলাকার বাচ্চু শেখের পুত্র। তিনি ১৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। অহত অপর অরোহী মো. রাজন খান শহরের ওয়াবদা গেইট এলাকার মো. রোস্তম খানের পুত্র।
স্থানীয়রা জানায়, দুপুরে রুবেল ও রাজন একটি মোটরসাইকেল যোগে মুন্সিবাড়ি এলাকায় দিয়ে রেললাইন ক্রস করছিলো। এসময় খুব দ্রুত গতিতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ধাক্কা দেয় মোটরবাইকটিকে। মুহূর্তেই সড়কের পাশে সিটকে পড়ে দু আরোহীসহ মোটরসাইকেলটি। দ্রুত আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে স্থানীয়রা। পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎক শেখ রুবেলকে মৃত ঘোষণা করে। আর রাজন গুরুত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. ফরহাদুল করিম জানান, আহত মেহেদী হাসান রুবেলের মাথার বাটি আলাদা হয়ে মগজ বের হয়ে গেছে। তার মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। শ্বাসপ্রশ্বাস এবং হৃদযন্ত্র বন্ধ হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। অপর আহত রাজন খানের বাম পাশের হাত-পা ভেঙ্গে গেছে। তাকে ভর্তি দেয়া হয়েছে।
এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রুবেল ও রাজনের সহপাঠী, রাজনীতিক সহযোদ্ধা ও স্বজনরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভিড় করে। তাদের কান্নায় পুরো হাসপাতাল এলাকায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।