এইচ.এম নিজাম
জাতীয় শিক্ষক ফোরাম চাঁদপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে শহরের বাস স্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় বৈশাখী রেস্টুরেন্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নীতি নৈতিকতা সম্পন্ন আদর্শবান উন্নত সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। অথচ আজ শিক্ষকরা নিজেদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় রাজপথে আন্দোলন করতে হচ্ছে। বর্তমান সরকার শিক্ষকদের অধিকার ও মূল্যায়ন প্রতিষ্ঠা করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই উন্নত রাষ্ট্রে এখনো স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা নিজেদের বেতন-ভাতা আদায়ে রাজপথে নামতে হয়। তিনি বলেন, নিজেদের মর্যাদা অক্ষুন্ন রাখা ও নৈতিকতা সম্পন্ন দক্ষ জাতি গঠনে দেশের শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।
জাতীয় শিক্ষক ফোরাম চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক প্রিন্সিপাল আনোয়ার আল-নোমানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল প্রিন্সিপাল নাসির উদ্দিন।
জেলা শিক্ষক ফোরামের সদস্য সচিব মাওলানা মাহদী হাসানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আনছার আহমদ, জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারী কেএম ইয়াসিন রাশেদসানী, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি পীরজাদা মাওলানা আফসার উদ্দিন।
সম্মেলনে জাতীয় শিক্ষক ফোরাম চাঁদপুর জেলা শাখার ২০২২/২৩ শেসনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে প্রিন্সিপাল মাওলানা আনোয়ার আল-নোমানকে সভাপতি ও মুফতী আবু নাঈম তানভীর সিনিয়র সহ-সভাপতি এবং মাস্টার ছিদ্দিকুর রহমান, সহ-সভাপতি, মাওলানা মেহেদী হাসান সাধারণ সম্পাদক ও প্রফেসর মোশাররফ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
আজ,
রবিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।