স্টাফ রিপোর্টার:
জাটকা রক্ষায় চাঁদপুরের মেঘনায় মার্চ এপ্রিল দু’মাসের অভিযান চলছে। সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে মেঘনায় কঠোর নজরদারি রাখছে জেলা টাস্কফোর্স। এরইমধ্যে চাঁদপুরে ১ মাসের অভিযানে ৬৮ মামলায় ৬২ জন জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এছাড়াও ১৯ জন জেলেকে ৭৮ হাজার ৪ শত টাকা জরিমানা করা হয়েছে।
নিষেধাজ্ঞার এ সময় ইতোমধ্যে ২৪টি নৌকা জব্দ, ৯৮.৩৪ লাখ মিটার কারেন্ট জাল ও ১২ হাজার ১শ ৫০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। যার মধ্যে ৬টি নৌকা নিলামে ২ লাখ ২৪ হাজার ৫শ ৩৮ টাকায় বিক্রি করা হয়েছে। ১ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত মোট ৮১টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। চাঁদপুর মৎস্য অফিসের ১ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত প্রাপ্ত রিপোর্টের আলোকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এদিকে চলমান অভিযান সফল করার লক্ষ্যে প্রশাসনিকভাবে সর্বাত্মক চেষ্টা করা হলেও স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানদের নীরব ভূমিকায় কিছু কিছু অসাধু জেলে এপ্রিলের প্রথম থেকেই নদীতে নামতে শুরু করেছে। যদিও কিছু কিছু জেলের দাবি সংসার চালাতে হিমশিম খেয়ে বাধ্য হয়ে তারা নদীতে মাছ শিকারে নামছে। তবে সচেতন মহলের দাবি শুরুর দিকে যেভাবে অভিযান পরিচালনা করা হয়েছে এখন সেই অনুপাতে অভিযান কম হচ্ছে। আর এতেই জেলেরা নদীতে নামতে সাহস পাচ্ছে।
এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা আতাউর রহমান জানান, আমরা অভিযান সফল করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো জেলেরা যাতে কোন অবস্থাতেই নদীতে নামতে না পারে। তারপরও আমাদের কিছু কিছু সমস্যা রয়েছে। সেগুলো মাথায় রেখে সামনে আমাদের বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান বলেন, এখনো পর্যন্ত আমাদের অভিযান অনেকটাই ভালো অবস্থানে। তারপরও কোথাও কোন সমস্যা হলে আমরা তড়িৎ ব্যবস্থা নিব।