বিল্লাল ঢালী:
চাঁদপুরে অর্থদন্ড পেয়েছে ছয়জন। বৃহস্পতিবার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ অর্থদন্ড দেয় ভ্রাম্যমান আদালত।
চাঁদপুর মিডিয়া সেল সুত্র জানায়, করোনা ভাইরাস (কোভিড-১৯) রোধকল্পে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করার লক্ষ্যে ৩০এপ্রিল চাঁদপুর জেলার সকল উপজেলায় ইউএনও, এসি (ল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন।
এসময় অযথা বাসা থেকে বের হওয়া, গণজমায়েত করা, নিরাপদ দূরত্ব বজায় না রাখা ও হোম কোয়ারেন্টাইন না মানাসহ বিভিন্ন অপরাধে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর তফসিলভূক্ত আইন অনুযায়ী ০৬ টি মামলায় ০৬জন ব্যক্তিকে সর্বমোট ৬৯০০ টাকা।
মোবাইল কোর্ট পরিচালনাকালে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা সহযোগিতা করেন।
করোনা ভাইরাস ( কোভিড-১৯) সংক্রমণরোধের লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।