স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে চিকিৎসাধীন অবস্থায় মোস্তফা মিস্ত্রি (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত ১২টার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মোস্তফা মতলব দক্ষিণ উপজেলার ঘোড়াধারী গ্রামের বাসিন্দা।
চাঁদপুর জেলা কারাগারের জেলার মোঃ মনির হোসাইন জানান, হাজতি মোস্তফা মানব পাচার মামলার একজন আসামি ছিলেন। ২০২২ সালের ২৬ নভেম্বর তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়। তারপর থেকেই সে এখানে রয়েছে। তবে গতকাল শুক্রবার রাত ১১ টায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় তাকে দ্রæত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। পরে চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতালে তাকে ভর্তির পরামর্শ দেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি জানান, পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার নারায়ণগঞ্জ আদালত থেকে তার জামিন নেয়া হয়েছে বলে দাবি করা হলেও আদালত থেকে জামিনের কোন কাগজপত্র এখনো কারাগারে এসে পৌঁছায়নি।
মৃতের স্বজনরা জানান, গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জ আদালত থেকে তিনি জামিন পান। কিন্তু জামিনের কাগজ কারাগারে না আসায় মুক্ত হননি। গত রাতে হঠাৎ করে কারাগারে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে আনার কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আরএমও ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, রাতে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় সে তার বুকে ব্যথা অনুভব করছিল। তার কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃতের মরদেহ ময়নাতদন্তে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।