স্টাফ রিপোর্টার
চলতি শীত মৌসুমে চাঁদপুরের হতদরিদ্র মানুষ ৪৮লাখ টাকার শীতবস্ত্র পাবেন। শীতবস্ত্র বা কম্বল ক্রয় করতে চাঁদপুরে এবছর বরাদ্দ দেয়া হয়েছে ৪৮ লক্ষ টাকা। জেলা প্রশাসকের কার্যালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখা এ বরাদ্দ দিয়েছে। গত ১৪ ডিসেম্বর জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান স্বাক্ষরিত পত্র মারফত বিষয়টি জানা যায়। যার স্মারক নং ৫১.০১.১৩০০.০০০.০৫.০০৪.২০-৬৮৯। জেলাধীন শীতক্লিষ্ট উপজেলা সমূহে মানবিক সহায়তা হিসেবে প্রতিটি উপজেলায় বরাদ্দ দেয়া হয়েছে ৬ লক্ষ টাকা। জেলার ৮ উপজেলায় মোট বরাদ্দ ৪৮ লক্ষ টাকা। কম্বল ও শীতবস্ত্র ক্রয়ের জন্য এ বরাদ্দ প্রদান করা হয়। বরাদ্দ অনুযায়ী প্রতিটি উপজেলা ক্রয় কৃত শীতবস্ত্র ও কম্বল শীত মৌসুমে গরীব দুস্থ ও অতি দরিদ্র জনসাধারণের মাঝে বিনামূল্যে বিতরণের নির্দেশ দেওয়া হয়। ইতোমধ্যে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শুরু হয়েছে। রাতের বেলায় বিভিন্ন এলাকায় গিয়ে শীতবস্ত্র বিতরণ করছেন সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তারা।