স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের নতুন বাজার পুলিশ ফাঁড়ীর কতৃক অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ হাজেরা বেগম (৩৮) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর আড়াইটায় শহরের স্বর্ণ খোলা রোড থেকে তাকে আটক করা হয়। আটককৃত হাজেরা বেগম পৌরসভার ৭নং ওয়ার্ডের রেলওয়ে শ্রমিক কলোনীর রহিম বেপারীর স্ত্রী।
পুলিশ জানায়, নতুন বাাজর পুলিশ ফাঁড়ীর এসআই আল আমিন অভিযান পরিচালনা করে শহরের স্বর্ণ খোলা রোডের দারুল ফজল ইসলাম হাফিজিয়া মাদ্রাসার সামনের পাকা রাস্তার উপর থেকে তাকে ১ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করে। আসামীর বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ।