স্টাফ রিপোর্টার:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি প্যাভিলিয়নে এই স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা এরিয়ার ৪৪ পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় ও ৩৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের সহযোগিতায় মেডিক্যাল ক্যাম্পে গর্ভবতী মহিলাসহ বিভিন্ন রোগে আক্রান্ত নারী ও পুরুষের মাঝে স্বাস্থ্যসেবা দেওয়া হয়।
এসময় বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগিদের ব্যবস্থাপত্র দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ঔষধসহ শুকনো খাবার, সাবান, হ্যান্ডস্যানেটাইজার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ৩৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হুদা, মেজর খায়রুল ইসলাম, গাইনী বিশেষজ্ঞ মেজর আসমা, ক্যাপ্টেন আয়েশা সিদ্দিকাসহ চাঁদপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকবৃন্দ।