স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে গণফোরামের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার সন্ধ্যায় জেলা গণফোরামের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা গণফোরামের সভাপতি ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট সেলিম আকবর। জেলা গণফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, গণফোরামের সহ-সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধা বাসুদেব মজুমদার, জেলা শ্রমিক গণফোরামের সাধারণ সম্পাদক শহীদ বকাউল, জেলা যুবগণ ফোরামের সাধারণ সম্পাদক হাজি আশ্রফ বাবু, যুব নেতা মিন্টু সরকার, টেলু গাজী, গণফোরাম নেতা জাহাঙ্গীর আলম, ২নং ওয়ার্ড গণফোরামের সাধারণ সম্পাদক দুলাল শেখ প্রমুখ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা, শহর ও যুব গণফোরামের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।