বিল্লাল ঢালী:
চাঁদপুরে ২১এপ্রিল চাঁদপুর এর উদ্যোগে “উপহার যাবে বাড়ি” প্রোগামের আওতায় ৮৯ টি পরিবারকে ভলান্টিয়ারদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেয়া হয়েছে।
মঙ্গলবার চাঁদপুর জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্র জানায়, মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত মোট কল রিসিভ করা হয়েছে ১৪৯টি । তন্মধ্যে যাচাই বাছাই করে মোট ৮৯ টি পরিবারকে ভলান্টিয়ারদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেয়া হয়েছে।
প্রতি প্যাকেটে ছিল ৫ কেজি চাল,১ কেজি আলু ,১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ১ কেজি আটা, ১ প্যাকেট ডানো গুঁড়ো দুধ।
প্রত্যেক প্যাকেটে লেখা ছিল
” মাননীয় প্রধানমন্ত্রীর উপহার “।
এ পর্যন্ত মোট ১৬৩৩ টি পরিবারকে এই প্রোগামের মাধ্যমে উপহার প্রদান করা হয়েছে।
২) জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে চালু হওয়া সততা স্টোর থেকে আজ নিত্যপ্রয়োজনীয় পণ্য ভর্তুকি মূল্যে ক্রয় করেছে ৭৩টি পরিবার, যার মূল্য ২১,৫০০/ টাকা।
৩) জেলা প্রশাসক মহোদয়ের উদ্যোগে “দুঃস্থদের বিনামূল্যে খাবার” এর আওতায় চাঁদপুর শহরের ৩ টি খাবার হোটেলে আজ ৯৫ জন ভিক্ষুক,প্রতিবন্ধী ও দুঃস্থ মানুষ দুপুরের খাবার খেয়েছে।