নজরুল ইসলাম আতিক:
চাঁদপুরের মহামায়ায় শাফী মাফি ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ী আবু সাঈদ ফররুখ আহমেদকে প্রাণ নাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এছাড়া ডিস লাইনের তার কেটে নষ্ট করা হয়েছে। এ বিষয়ে তিনি গত ২৮ আগস্ট চাঁদপুর সদর মডেল থানায় একটি সাধারন ডায়েরীও করেন।
সাধারন ডায়েরীতে উল্লেখ করেন, চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকায় শাফী- মাফী ক্যাবল টিভি নেটওয়ার্ক এর সত্ত্বাধীকারী মোঃ আবু সাঈদ ফররুখ আহমেদ দীর্ঘদিন ডিস লাইনের ব্যবসা করে আসছেন। কিন্তু গত ২৭ আগস্ট স্থানীয় প্রভাবশালী ফারুক বেপারীর নির্দেশে তার ভাগিনা মোঃ কামরুল ইসলাম, ফারুক খান, সিয়াম, মোঃ এমরান, ও মোঃ সজীব সহ আরো কয়েকজন মিলে শাফি মাফি ক্যাবল টিভির বিভিণœ এলাকায় ডিস লাইনের তার কেটে দেয়। এছাড়া ব্যবসা গুটিয়ে নিতে নিয়মিত হুমকি দিয়ে আসছে।
সাধারণ ডায়েরীতে আরো অভিযোগ করা হয়, গত ২৭ আগস্ট ফারুক বেপারীর ভাগিনা কামরুল ইসলাম শাফী মাফি ক্যাবল নেটওর্য়াক-এর ম্যানেজারকে কল করে। এর কিছুক্ষণ পরেই অফিসের সামনে এসে শাফী মাফি ক্যাবল নেটওর্য়াক এর মালিক আবু সাঈদ ফারুক আহমেদ ও ম্যানেজারকে ব্যবসা বন্ধ করার নির্দেশ দেয়। না করলে তাদের প্রাণনাশ করা হবে বলে হুমকি দেয়।
এ বিষয়ে শাফি মাফি ক্যাবল নেটওয়ার্কের মালিক আবু সাঈদ ফররুখ আহমেদ জানান, শুধু হুমকি নয়, ওইদিন রাতেই আমাদের ব্যবসায়ীক এলাকা মধুরোড, রামপুর, ছোট সুন্দর, আলগী পোলের গোড়া দেবপুরসহ বিভিন্ন জায়গায় আমাদের ক্যাবল নেটওয়ার্ক এর তার ছিড়ে টুকরো টুকরো করে মাটিতে পেলে রাখে। যার জন্য আমার প্রায় ৭০-৮০ হাজার টাকা ক্ষতির সম্মুখিন হতে হয়েছে
এ বিষয়ে অভিযুক্ত ফারুক বেপারী জানান, অফটিক্যাল ফাইবার তার কাটার ব্যাপারে আমি কিছুই জানি না। এবং আমার কোন লোক ওনাকে কোন প্রকার হুমকি দেননি বা তারও কাটেনি। উনি যদি এ ব্যাপারে উপযুক্ত প্রমাণ দিতে পারেন তাহলে যেকোন বিচার আমি মাথা পেতে নেব।
আজ,
বৃহস্পতিবার , ৫ অক্টোবর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ২০ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।