সাগর আচার্য্য
চাঁদপুর জেলায় করোনার সংক্রমণ রোধে জনগণের স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে মাঠে নেমেছে চাঁদপুর জেলা ও উপজেলা প্রশাসন। জেলার ৮টি উপজেলায় প্রশাসন কর্তৃক পরিচালনা করা হবে ভ্রাম্যমাণ আদালত। ইউএনও, এসি-ল্যান্ড, সিনিয়র সহকারী কমিশনার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এসব মোবাইল কোর্ট পরিচালনা করবেন। আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী এ মোবাইল কোর্ট পরিচালিত হবে বলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়।
চিঠিতে আরো উল্লেখ করা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ, মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার নির্দেশনার আলোকে করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণ রোধকল্পে বর্তমান পরিস্থিতি বিবেচনায় চাঁদপুর জেলায় ২১ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালিত হবে।
মাঠ পর্যায়ে স্বাস্থ্যবিধি প্রতিপালনে ব্যত্যয় রোধে চাঁদপুর জেলা প্রশাসন থেকে এ মোবাইল কোর্ট পরিচালনা করার নির্দেশ রয়েছে। জনসাধারণ যেন মাস্ক ছাড়া রাস্তাঘাটে অবাধে চলাফেরা না করে এবং স্বাস্থ্যবিধিকে উপেক্ষিত না হয় তা নিশ্চিত করতে জেলা প্রশাসনের এ উদ্যোগ।
উল্লেখ্য, চাঁদপুরে করোনার সংক্রমণ ভয়াবহ রূপে বাড়ছে। এক সপ্তাহে শনাক্তের হার প্রায় চারগুণ বৃদ্ধি পেয়েছে। গত ১৪ জানুয়ারি শুক্রবার চাঁদপুর জেলায় করোনা শনাক্তের হার ছিল ৯.৬৭ শতাংশ। আর ২০ জানুয়ারি বৃহস্পতিবার শনাক্তের হার দাঁড়িয়েছে ৩৩.৩৩ শতাংশে। করোনা বৃদ্ধির এমন ভয়াবহতাই জানান দিচ্ছে চাঁদপুরে কত দ্রুত করোনার সংক্রমণ বাড়ছে।