স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে নতুন করে আরো পাঁচজনের করোন রিপোর্ট পজেটিভ এসেছে। এ নিয়ে চাঁদপুরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯জনে। বিশেষ বিষয় হচ্ছে চাঁদপুর সদর উপজেলার কামরাঙ্গা গ্রামের মৃত যুবকের করোনা পরীক্ষায় পজেটিভ এসেছে। এ বিষয়গুলো চাঁদপুরের সিভিল সার্জন মোঃ শাখাওয়াত উল্ল্যাহ নিশ্চিত করেছন।
তিনি আরো বলেন, ওই মৃত যুবক ছাড়াও আরো চার জনের করোনা পজেটিভ এসেছে। তিনজন একই পরিবারের । তাদের বাড়ি বাবুরহাট ডাসাদি এরাকায়। তারা শহরের স্টেডিয়াম রোডের একটি ভাড়া বাড়িতে থাকেন। বর্তমানে ওই বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।
এছাড়া ফরিদগঞ্জের একজন প্যাথলজি টেকনিশিয়ানেরও করোনা পজেটিভ এসেছে।
এছাড়া চাঁদপুরে সর্ব মোট হোম কোয়ারেন্টাইনে ১০৭৯জন। আইসোলেশনে পাঁচ জন আছে বলে জানান সিভিল সার্জন।