স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে গত ২৪ঘন্টায় স্বামী স্ত্রীসহ তিনজন মারা গেছেন। তারা হচ্ছেন : শহরের চিত্রলেখা এলাকার রাবেয়া বেগম (৭২) এবং তার স্বামী গণপূর্ত বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান পাটওয়ারী। কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের পালগিরি গ্রামের স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মানিক সরকার (৫২)
রাবেয়া বেগম (৭২) এবং মজিবুর রহমান পাটওয়ারী হচ্ছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী পরিচালক (পিআর) আনোয়ার হাবিব কাজল।
তিনি জানান, আমার মা সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের চিত্রলেখা এলাকার বাসায় মারা যান। এরপর রাত সাড়ে ৩টায় আশিকাটি ইউনিয়নের হোসেনপুরের গ্রামের বাড়িতে দাফন করে শহরের বাসায় আসি। এর দেড় ঘন্টা পর মঙ্গলবার ভোর ৫টার দিকে মারা গেলেন বাবাও। তিনি বলেন, আমরা সবার কাছে দোয়া চাই।
চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজেদা পলিন জানান, মারা যাওয়া দুইজনের ছেলে এবং নাতির করোনা রিপোর্ট পজেটিভ আসে গত ১৩ এপ্রিল। যেহেতু তাদের পরিবারের দু’জন ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন। তাদেরও কিছু উপসর্গ ছিল। তাই ১৭ মে রোববার তাদের নমুনা সংগ্রহ করি। তাদের রিপোর্ট এখনো আসেনি।
অপরদিকে চাঁদপুরের কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের পালগিরি গ্রামের স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মানিক সরকার (৫২) করোনা উপসর্গ নিয়ে ঢাকা থেকে ফিরে নিজ বাড়ি আসলে তার মৃত্যু হয়।
তিনি কয়েকদিন যাবৎ সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। এমনি উপসর্গ নিয়ে গত শুক্রবার(১৫ মে) সন্ধ্যায় ঢাকা থেকে নিজ বাড়ি আসেন এবং মঙ্গলবার দিবাগত রাত তার নিজ বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সালাউদ্দিন মাহমুদ জানান, আমরা মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করেছি। মঙ্গলবার সকালে উপজেলা দাফন কমিটি, অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই তাজুল ইসলাম সহ তার ফোর্স, হাসপাতাল প্রতিনিধি সহ স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।