বিশাল দাস :
চাঁদপুরে এক হাজার ছড়ালো করোনা আক্রান্ত রোগী। ৩জুলাই নতুন ৩১জন সহ সর্বমোট জেলায় ১০০৩জনের মধ্যে এই সংক্রমন ছড়িয়েছে। এই সময় ১৩২জনের নমুনা পরিক্ষার রিপোর্ট আসে। তারমধ্যে ৩১জনের রিপোর্ট পজেটিভ এবং বাকী রিপোর্টগুলি নেগেটিভ এসেছে। করোনায় সংক্রমিত হয়ে মৃত্যুর মিছিলে নাম লিখিয়েছেন জেলায় সর্বমোট ৬০জন। তাছাড়া ৩জুলাই উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধ নুরুল ইসলাম মিয়াজি এবং আবু তাহের নামে ২জন লোক মৃত্যুবরণ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ মোঃ শাখাওয়াত উল্লাহ।
৩জুন আক্রান্তদের উপজেলাভিত্তিক পরিসংখ্যান : চাঁদপুর সদরে ২১জন, হাইমচরে ২জন, মতলব দক্ষিণে ২জন, মতলব উত্তরে ২জন, ফরিদগঞ্জে ১জন, হাজীগঞ্জে ২জন এবং শাহরাস্তিতে ১জন।
জেলায় মোট ১০০৩জন আক্রান্তদের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৪০৪জন, মতলব উত্তরে ৭০জন, মতলব দক্ষিণে ১০৯জন, ফরিদগঞ্জে ১০১জন, হাজীগঞ্জে ৯৭জন, কচুয়ায় ৪৩জন, হাইমচরে ৭৭জন ও শাহরাস্তিতে ১০২জন।
জেলায় মোট ৬০জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১৭জন, মতলব উত্তরে ৮জন, মতলব দক্ষিণে ৩জন, ফরিদগঞ্জে ৭জন, হাজীগঞ্জে ১৬জন, কচুয়ায় ৫জন ও শাহরাস্তিতে ৪জন।