বিল্লাল ঢালী:
চাঁদপুর জেলায় প্রতিনিয়ত বেড়েই চলছে করোনা আক্রান্ত রোগী। জেলায় নতুন করে ৫৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। নতুন ৫৪ জনসহ জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছে ৮০৫ জন। চাঁদপুর সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেছে। নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ৬জন, ফরিদগঞ্জে ৬জন, হাইমচরে ১০, মতলব উত্তরে ১৫জন, মতলব দক্ষিণে ৯, হাজীগঞ্জ ৫ ও কচুয়ার ৩ জন।
চাঁদপুর সিভিল সার্জন সূত্রে শনিবার জানা যায়, জেলায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮০৫ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে৫৫ জনে। শনিবার মোট রিপোর্ট এসেছে ১১৭ জনের, এরমধ্যে করোনা পজেটিভ ৫৪ জন। নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ৬জন, ফরিদগঞ্জে ৬জন, হাইমচরে ১০, মতলব উত্তরে ১৫জন, মতলব দক্ষিণে ৯, হাজীগঞ্জ ৫ ও কচুয়ার ৩ জন।
চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মো. সাখাওয়াত উল্লাহ জানান, জেলায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৩শ ৮ টি। রিপোর্ট এসেছে ৩ হাজার ৮শ ৪৫টি। রিপোর্ট অপেক্ষমাণ ৪শ ৬৩ টি। পজিটিভ রিপোর্ট এসেছে ৭শ ৮৬ টি। বাকি ৩ হাজার ৫৯ টি রিপোর্ট নেগেটিভ এসেছে।জেলায় এই পর্যন্ত চিকিৎসাধীন রোগী ৫২৪জন। হাসপাতালে চিকিৎসাধীন ২৭, ঢাকায় রেফার করা হয়েছে ৬ ও হোম আইসোলেশনে আছে ৪শ ৯১ জন। এই পর্যন্ত আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ্য হয়েছেন ২শ ২৬ জন। মৃত্যুর বরন করেছেন ৫৫ জন।
এই পর্যন্ত আইসোলেশনে রোগীর সংখ্যা ৩২০জন। আইসোলেশন থেকে ছাড়প্রাপ্ত হয়েছেন ২৭৮জন। বর্তমানে আইসোলেশনে রোগী সংখ্যা ৪২জন। এর মধ্যে কোভিড-১৯: ২৭জন, নন কোভিড: ১৫ জন।
তিনি আরো জানান, জেলায় হোম কোয়ারেন্টিনে থাকা ব্যাক্তির সংখ্যা ৬৪৮১ জন। ছাড়প্রাপ্ত হয়েছেন ৪১৭৫জন। বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন ২৩০৬ জন।
চাঁদপুর জেলায় করোনা আক্রান্ত ৮০৫ জনের মধ্যে ৭৮৬ জন রোগী চাঁদপুরে সনাক্ত।উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৩০৭জন, ফরিদগঞ্জে ৭৮জন, হাজীগঞ্জে ৮২জন, মতলব দক্ষিণে ৮৮জন, শাহরাস্তিতে ৯৩ জন, কচুয়ায় ৩৪ জন, মতলব উত্তরে ৬১ জন ও হাইমচরে ৬২ জন। বাকিদের মধ্যে ৪জন ঢাকা, ০২ লক্ষ্মীপুরে, মতলব দক্ষিণ আইসিডিডিআরবি হতে প্রাপ্ত ২৭ এবং কুমিল্লা মেডিকেল কলেজ হতে ১ এবং নারায়ণগঞ্জ থেকে আগত ১ জন আক্রান্ত হয়ে চাঁদপুরে এসেছে।
এছাড়া জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ৫৫ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১৫ জন, কচুয়ায় ৫ জন, ফরিদগঞ্জে ৬ জন, মতলব দক্ষিণে ২, হাজীগঞ্জে ১৫ জন, মতলব উত্তরে ৮ জন ও শাহরাস্তিতে ৪জন