স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে ৩ পুলিশসহ আরো ৫জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত ৩৪। আর মারা গেছে ৪।সবশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রিপোর্ট এসেছে ৯২টির এরমধ্যে পজিটিভ ৫টি। এদের একজন কচুয়ায়, পুলিশ সদস্য ৩ চাঁদপুর শহর সদর হাসপাতালের এক ডাক্তারের অফিস সহকারী (এটেন্ডেন্ট) ১জন।
চাঁদপুরের সিভিল সার্জনি ডাঃ শাখাওয়াত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, নমুনা সংগ্রহ করা হয়েছে ৬৭৩। রিপোর্ট এসেছে ৫৪২। এদেরমধ্যে আইসোলেশনের আছে ৩৬জন, ছাড়পত্র পেয়েছে ২৭জন। বর্ত
মানে আইসোলেশনে আছে ৯জন।