স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে আরো একজন করোনায় আক্রান্ত হয়ে মারা গে্ছেন। এ নিয়ে চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২ থেকে বেড়ে ৩জন হয়েছে।
সবশেষ মৃত ব্যক্তি হলেন, ফরিদগঞ্জ পূর্ব ধানুয়া গ্রামের আবুল বাাসর ওরফে বাসু মিয়া (৭০)। তিনি ২৭ এপ্রিল নিজ বাড়িতে মারা যান।
এ ঘটনায় বৃদ্ধের বাড়ি লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।
চাঁদপুর সিভিল সাজর্ন ডাঃ শাখাওয়াত উল্ল্যাহ জানান, এ নিয়ে মোট করোন আক্রান্ত হলো ১৯জন। এদের মধ্যে তিনজন মারা গেছেন। ১০জন সুস্থ হয়েছেন। বাকীরা চিকিৎসাধীন আছেন। এছাড়া
রোববার মৃত ওই বৃদ্ধসহ ৩৭জনের রিপোর্ট এসেছে। অবশ্য বাকী ৩৬জনের রিপোর্ট করোনা নেগেটিভ এসেছে।