স্টাফ রিপোর্টার
চাঁদপুরে করোনা আক্রান্ত হয়ে সুলতান প্রধানিয়া (৮০) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত সুলতান প্রধানিয়া চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া এলাকার করবন্দ গ্রামের বাসিন্দা। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল।
তিনি জানান, মৃত ব্যক্তি গত ১৬ ফেব্রæয়ারি করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে তার অক্সিজেন লেভেল নিচে নেমে যাওয়ায় শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত ওই ব্যক্তি এখনো ভ্যাকসিন গ্রহণ করেননি বলেও জানান তিনি।