স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুইজনর। আজ অপর এক যুবকের প্যাথলজি পরীক্ষায় কভিট-১৯ পজেটিভ এসেছে। আক্রান্ত এ ব্যক্তিও নারায়নগঞ্জ থেকে চাঁদপুরে প্রবেশ করেছে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের সিভিল সার্জন মোঃ শাখাওয়াত উল্লাহ।
তিনি বলেন, গত কয়েকদিনে নারায়নগঞ্জ ও ঢাকা থেকে মোট ৮৩২জন চাঁদপুরে এসেছে। এদের প্রত্যেককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
অপরদিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আইসোলেশনে থাকার চারজনের মধ্যে দুইজনের রিপোর্ট নেগেটিভ এসেছে। বাকী দুজনের রিপোর্ট কাল আসতে পারে।
গত ০৯ এপ্রিল এক যবকের শরীরে করোনা ধরা পড়েছে। ৩২ বছর বয়সী ওই যুবকের বাড়ি রংপুর। সে নারায়নগঞ্জে বসবাস করতো। বিয়ে করেন মমতলব উত্তরে। নারায়নগঞ্জে থাকা অবস্থায় জ্বরে আক্রান্ত হয়ে গত ৪ এপ্রিল জ্বর নিয়ে মতলব উত্তরের শ্বশুর বাড়ি চলে আসে সে।
প্রসঙ্গত, ৯এপ্রিল সন্ধ্যা ৭টা থেকে চাঁদপুর জেলাকে লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক