ইকবাল পাটওয়ারী স্বপন:
চাঁদপুরে করোনা ভয়ংকর রূপ ধারণ করেছে। সর্বশেষ হিসেবে মতে গত ২৪ঘন্টায় নতুন করে ৪৫জনের করোনা পজেটিভ এসেছে। আর মারা আরো দুইজন। এনিয়ে চাঁদপুরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯১৯জন। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ থেকে ৫৯ এ।
জানা যায়, চাঁদপুর জেলায় নতুন করে আরো ৪৫ জন করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। এ নিয়ে চাঁদপুর জেলায় ৯১৯ জনের মধ্যে এই ভাইরাস ছড়িয়েছে এবং প্রান নিয়েছে ৫৯ জনের। ১ লা জুলাই বুধবার মোট ১৬৩ টি নমুনা পরিক্ষার রিপোর্ট এসেছে। তার মধ্যে ৪৫ জনের পজেটিভ এবং ১১৮ জন নেগেটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ।
১ লা জুলাই আক্রান্তদের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হচ্ছে, চাঁদপুর সদর ২৩ জন, হাজিগন্জ ০২ জন মতলব (দঃ) ৫ জন, হাইমচর ০৩ জন, শাহরাস্তি ০১ জন, মতলব উওর ০৩ জন, ফরিদগন্জ ০৫ জন, কচুয়া ০৩ জন।
জেলায় মোট ৯১৯ জন আক্রান্তদের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, চাঁদপুর সদর ৩৫২ জন, হাজিগন্জ ৯০ জন মতলব (দঃ) ১০১ জন, হাইমচর ৭৩ জন, শাহরাস্তি ১০১ জন, মতলব উওর ৬৮ জন, ফরিদগন্জ ৮৯ জন, কচুয়া ৪৩ জন।
এছাড়া জেলায় সুস্থ হয়েছে মোট ৩২৮ জন। আজ সুস্থ হয়েছে ২৯ জন।