বিল্লাল ঢালী:
সর্বশেষ তথ্য অনুযায়ী চাঁদপুরে মোট করোনা আক্রান্ত হয়েছে ১১৮জন। চাঁদপুরে গত ২৪ঘন্টা ৪৭টি রিপোর্ট এসেছে। এরমধ্যে পজিটিভ এসেছে ৭টি। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরে সিভিল সার্জন ডাঃ মোঃ শাখাওয়াত উল্লাহ।
সিভিল সার্জন অফিসে সূত্র আরো জানায়, শুক্রবার জেলার মোট ৪৩জনের নমুনা টেস্টের রিপোর্ট এসেছে। এর মধ্যে ১৪জন পজেটিভ। আর বাকী ২৯জনের রিপোর্ট করোনা নেগেটিভ।
চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১১৮জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৬৬, ফরিদগঞ্জে ১৫, মতলব উত্তরে ৬, হাজীগঞ্জে ৬, মতলব দক্ষিণ ৬, কচুয়ায় ৭, শাহরাস্তিতে ৮ ও হাইমচরে ২জন।