স্টাফ রিপোর্টার:
“আমরা বন্ধু ছিলাম, থাকবো, আছি। একটাই জীবন আয়…এক হয়ে বাঁচি” শ্লোগানে চাঁদপুরে এসএসসি ৯৫ ব্যাচের বন্ধুদের দিনব্যাপী আনন্দ ভ্রমন অনুষ্ঠিত হয়েছে। বন্ধু ও পরিবারের মিলন মেলায় আনন্দভ্রমন পূর্ণমিলনীতে রুপ নেয়।
গত ২৫ ডিসেম্বর শুক্রবার এসএসসি ৯৫ ব্যাচের বন্ধুদের দিনব্যাপী আনন্দ ভ্রমন চাঁদপুর শহতলীর ফাইভ স্টার পার্কে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হয়ে।
দিনব্যাপী আনন্দভ্রমনে ছিলো, সকাল ১০টায় বন্ধু ও তাদের পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরন, সকাল সারে ১০টায় জলখাবার, সকাল সারে ১১টায় বাচ্চাদের জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, দুপুরে মধ্যন্নভোজ, বিকেল ৩টায় গানের আসরে বন্ধুদের বিভিন্ন পারফর্মেন্স এবং বাংলা গানের আসর, সন্ধ্যায় মহিলা বন্ধুদের বালিশ খেলা ও পুরুষ বন্ধুদের চেয়ার খেলা, রাত ৭টায় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, র্যাফেল ড্র, স্পন্সর বন্ধদের শুভেচ্ছা স্মরক ক্রেস্ট প্রদান ও সর্বশেষ কেক কাটা হয়।
দিনব্যাপী আনন্দভ্রমনের সফলতা পিছনের যারা ছিলেন, অর্থ উপ-কমিটিতে ডা. রফিকুল হাসান ফয়সাল, মহীউদ্দিন হোসাঈন মাহি, এফ এম জুযেল ও মুকুল পাটওয়ারী। যোগাযোগ উপ-কমিটিতে মুকুল পাটওয়ারী, মাসুদ পাটওয়ারী, সেলিম পাটওয়ারী ও টুটুল। অভ্যর্থনা ও পুরস্কার উপ-কমিটিতে হোসাঈন জুয়েল, মারুফ, মহসীন পাটওয়ারী, মাহমুদ কবির, শহিদ মামুন, মহীউদ্দিন হোসাঈন মাহি। খদ্য উপ-কমিটিতে ডা. রফিকুল হাসান ফয়সাল, এফ এম জুয়েল, উজ্জল, আমজাদ হোসেন সোহাগ, মুকুল পাটওয়ারী, মাসুদ পাটওয়ারী, সোলিম পাটওয়ারী, মাহবুবুর রহমান মুন্না, জাকির হোসেন, কার্তিক সরকার ও নেপাল সাহা। সাংস্কৃতিক উপ-কমিটিতে আফরিন জেসিকা, অ্যাড. বিশ্বজিত কর রানা, আলী আশ্রাফ বাবু, বর্ণা সাব্বির ও মাহফুজ। র্যাফেল ড্র উপ-কমিটিতে রোটা. মনির হোসন হিমেল, আফরিন জেসিকা, বর্না সাব্বির। মিডিয়া ও প্রচারের দ্বায়িত্বে কে এম মাসুদ। সার্বিক তত্ত্বাবধানে সুফি সরোয়ার হোসেন কাঞ্চন, সোহেব রাসেল অনু, আমজাদ হোসেন সোহাগ প্রমুখ।
চাইনা বন্ধু, জল ভরা মুহুর্ত, তুই একলা বসে কাঁদিস, চেয়ে দেখ পথে দাঁড়িয়ে আছি, যা তুইও করতে পারিস। যে নক্ষত্র ছিল ছড়িয়ে শহরের বুকে বুকে আজ এক হয়েছি চাঁদের হাটে সুখদুঃখ ভাগ করে নিতে। চাঁদপুর জেলা বিভিন্ন উপজেলা থেকে আগত ৯৫ব্যাচ চাঁদপুরের সকল বন্ধুরা রাত ৮টার পর এক এক করে বিদায় নিতে থাকে।