স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ আ.লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক চাঁদপুরের কৃতিসন্তান সুজিত রায় নন্দী পবিত্র মাহে রমজানের ১৭তম রোজায় অসহায় এতিমদের নিয়ে ইফতার করেছেন। গতকাল মঙ্গলবার শহরের আদালত পাড়াস্থ মা’আরেফুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রায় সাড়ে ৩’শ এতিম ছাত্রদের নিয়ে এ ইফতারের আয়োজন করেন তিনি।
এসময় ইফতার ও দোয়ায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আহসান হাবিব, জেলা আ.লীগের সাবেক সদস্য অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব এস এম জয়নাল আবেদীন, মাদ্রাসার মোহতামিম মাওঃ নাসির উদ্দিন, কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য শেখ আতিকুর রহমান সুমন, চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ শরিফ আহমেদ, জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক সূফী খায়রুল আলম খোকন, যুবনেতা ডাঃ শেখ মোহাসিন, আ.লীগ নেতা জাহাঙ্গীর আলম নয়ন, যুবনেতা তিমির নাহা। আরও উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পরান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম পায়েল, টুটুন মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক কাজি নাসিম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সাখাওয়াতসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন নানুপুর মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওঃ মোহাম্মদ আব্দুল্লাহ।