স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে ইয়াবাসহ মা ও ছেলেকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার ২৩ ডিসেম্বর দুপুরে পৌরসভাধীন পূর্ব শ্রীরামদী রয়েজ রোড এলাকার মমতা ভিলায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, রেশমা বেগম (৪৩) ও তার ছেলে মোঃ রাশেদ কাজী। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক একেএম দিদারুল আলমের তত্ত্বাবধানে গঠিত রেডিং টিম এ অভিযান পরিচালনা করে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক এ কে এম দিদারুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব শ্রীরামদী রয়েজ রোড মমতা ভিলা নামের বিল্ডিং এর নীচতলার দক্ষিণ পার্শ্বের ভাড়াটিয়া বাসায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় রেশমা বেগম (৪৩) ও তার ছেলে মোঃ রাশেদ কাজীকে দেহ তল্লাশী করে ২০৫ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। তারা দীর্ঘদিন গোপনে মাদকের কারবার করে আসছে। এ বিষয়ে পরিদর্শক বাপন সেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।