স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে গত ২৪ ঘন্টায় আরো ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন করোনায় একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ৯৪ টি নমুনা পরীক্ষার রিপোর্টে ১৪ জনের করোনা শনাক্ত হয়। নতুন আক্রান্তসহ জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩০০ জনে। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১৩ হাজার ১৪২ জন। এ পর্যন্ত করোনায় জেলায় মোট মৃত্যুবরণ করেন ২২৮ জন। গতকাল শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ।
এছাড়াও বৃহস্পতিবার দুপুর ২ টা থেকে শুক্রবার দুপুর ২টা পর্যন্ত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে ৩ জন মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডাক্তার মো. সুজাউদ্দৌলা রুবেল।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্যমতে, শুক্রবার (২৭ আগস্ট) মোট ৯৪ টি নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। এদের মধ্যে ১৪ জনের রিপোর্ট পজেটিভ এবং বাকী রিপোর্ট নেগেটিভ আসে। নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় ২ জন, কচুয়ায় ৯ জন ও মতলব দক্ষিণ উপজেলা ৩ জন।
জেলায় এখন পর্যন্ত রিপোর্ট এসেছে ৫৭ হাজার ২৭ টি। যার মধ্যে পজেটিভ এসেছে ১৪ হাজার ২৮১ টি। এবং নেগেটিভ এসেছে ৪২ হাজার ৭৪৬ টি রিপোর্ট।
জেলায় মোট আক্রান্তের মধ্যে চাঁদপুর সদরে ৬০০৫, ফরিদগঞ্জে ১৫৬০, মতলব দক্ষিণে ১২৩৯, শাহরাস্তিতে ১৫৭৩, হাজীগঞ্জে ১৪৫৭, হাইমচরে ৮১৬, মতলব উত্তর ৮৬৫ ও কচুয়ায় ৭৮৫ জন।
জেলায় মৃত্যুবরণকারী মোট ২২৮ জনের মধ্যে চাঁদপুর সদরে ৮৮, ফরিদগঞ্জে ৩৪, মতলব দক্ষিণে ১৭, শাহরাস্তিতে ২৯, হাজীগঞ্জে ২৬, হাইমচরে ৭, মতলব উত্তরে ১৪ ও কচুয়ায় ১৩ জন।
চাঁদপুরের সিভিল সার্জন ডাক্তার মোঃ সাখাওয়াত উল্লাহ বলেন, করোনা প্রতিরোধে সবাইকে আরো বেশি সতর্ক হতে হবে।